মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

'পলাতক অপশক্তি দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপপ্রয়াস চালাচ্ছে'

চট্টগ্রাম বু্যরো
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
'পলাতক অপশক্তি দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপপ্রয়াস চালাচ্ছে'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এদেশে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। একটি পলাতক অপশক্তি ও গোষ্ঠী দেশের দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গ করে শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপপ্রয়াস চালাচ্ছে।'

শুক্রবার দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুলস্নাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উলস্নাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে