মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কালিহাতীতে মাদক ব্যবসায়ীকে এলাকা ছাড়ার নির্দেশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
কালিহাতীতে মাদক ব্যবসায়ীকে এলাকা ছাড়ার নির্দেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কালিহাতী থানার ওসি।

গত বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলায় সচেতনতামূলক বিশেষ মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। এ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে মাদক ব্যবসায়ীদের এ হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশ জানায়, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গত বৃহস্পতিবার বিকালে শিল্প এলাকা বলস্না বাজার, সিঙ্গাইর ও মমিননগর, রামপুর ভাসানী মার্কেটে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশ করে। সমাবেশ থেকে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ দেন ওসি। এ সময় ওসি কালাম ভূইয়া মাদক ব্যবসায়ীদের মাদক ছেড়ে ভালো হয়ে যাওয়ার জন্য আহ্বান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে