টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কালিহাতী থানার ওসি।
গত বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলায় সচেতনতামূলক বিশেষ মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। এ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে মাদক ব্যবসায়ীদের এ হুঁশিয়ারি দেন তিনি।
পুলিশ জানায়, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গত বৃহস্পতিবার বিকালে শিল্প এলাকা বলস্না বাজার, সিঙ্গাইর ও মমিননগর, রামপুর ভাসানী মার্কেটে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশ করে। সমাবেশ থেকে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ দেন ওসি। এ সময় ওসি কালাম ভূইয়া মাদক ব্যবসায়ীদের মাদক ছেড়ে ভালো হয়ে যাওয়ার জন্য আহ্বান করেন।