লক্ষ্ণীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যদিকে, চাঁদপুরে পৃথক ঘটনায় দুই কিশোর ও চট্টগ্রামের সাতকানিয়ায় গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ছাড়া রংপুরে আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে বাইসাইকেলের গতিরোধ করে হিরা লাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুল গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি হাসপাতালে এসে নিহতের স্বজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। নিহত হিরা হামছাদী এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির মৃত প্রফুলস্ন দেবনাথের ছেলে ও কাজিরদিঘীর পাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্বাধিকারী।
নিহতের ছেলে প্রিতম দেবনাথ বলেন, 'দোকান বন্ধ করে বাবা বাইসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। আমি বাবার সামনেই মোটর সাইকেলে ছিলাম। এরমধ্যে একটি মোটর সাইকেলে তিনজন এসে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে দাঁড়ায়। একপর্যায়ে বাবার সাইকেল থামিয়ে একজন ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাবাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, একজন স্বর্ণকার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা বিষয়টি পুলিশ তদন্ত করছে।
চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমজনিত ঘটনায় গলায় ফাঁস দিয়ে আবুল ওসমান (১৭) এবং কীটনাশক পান করে মো. ফাহিম (১৬) নামে দুই কিশোর আত্মহত্যা করেছে।
শনিবার সকালে দুই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোলস্না গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আবুল ওসমান ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। ফাহিম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসমানের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সৈকত মোলস্না জানান, আবুল ওসমান সম্প্রতি মুঠোফোনের মাধ্যমে বরিশালের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। শুক্রবার বিকালে তার পরিবার আত্মীয়ের বাড়িতে যায়। রাতে তার বাবা বাড়িতে এসে দেখে সে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।
ওই ইউপি সদস্য আরও জানান, ফাহিম নামে অপর কিশোর গত কয়েক মাস আগে সে পড়াশোনা ছেড়ে একটি বিস্কুট ফ্যাক্টেরিতে কাজ শুরু করে। সে-ও প্রেমে জড়িয়ে পড়ে পরিবারের লোকজনকে বিয়ের জন্য চাপ দেয়। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় পরিবার বিয়েতে রাজি হয়নি। সে শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বাসা থেকে মোস্তাকিম ইসলাম (৩৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর ২০নং ওয়ার্ডের মুলাটোলা ব্যাংক কলোনি এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইনজীবী বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
\হমোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার রাতে তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন ভাইকে। এ সময় বিছানার ওপর সিলিংফ্যানের সঙ্গে ওড়না পঁ্যাচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃতু্য মামলা হয়েছে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। তবে গৃহবধূর পরিবারের অভিযোগ শাশুড়ি ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে সিলিংফ্যানে ঝুঁলিয়ে রেখেছে।
নিহতের নাম রেশমা সুলতানা রিফা (২৪)। তিনি উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডলু গ্রামের বাসিন্দা প্রবাসী মো. মহিউদ্দিনের স্ত্রী। এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের বাবা আব্দুর রহমান বলেন, 'আমি সকালেও মেয়ের সঙ্গে কথা বলেছি। সে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে সিলিংফ্যানে ঝুঁলিয়ে রেখেছে।'
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন হবে। জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির ৩ জনকে আটক করা হয়েছে।