গাজীপুরের শ্রীপুরে আকলিমা আক্তার শিমু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে লাশ মর্গে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বায়েজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আকলিমা আক্তার শিমু (২১) ওই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ও একই গ্রামের বায়েজিদ মিয়ার স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশেই আলি হোসেনের ছেলে বায়েজিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল আকলিমার। শুক্রবার বিকাল থেকে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে আকলিমার মনোমালিন্য হয়। ঝগড়াঝাটি মেটানোর জন্য সন্ধ্যার পর শ্বাশুড়িকে আনতে যান বায়েজিদ। শাশুড়িকে নিয়ে এসে দেখেন ঘরের ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন আকলিমা। এ সময় বাড়ির লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মাওনা আলহেরা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসক আকলিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারব। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'