রাজশাহীতে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এ সময় তিনি বলেন, 'পরিচ্ছন্ন সবুজ নগরী রাজশাহী। এ নগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম সর্বত্র। সারাদেশে এ নগরী ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ, জন্মনিবন্ধন, ইপিআই স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে আমাদের অর্জিত সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।'
রোববার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. জাফরুল হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তত্ত্বা. প্রকৌ. বাদশা মিয়া, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, আরএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন, বিটিসিএল রাজশাহীর জেনারেল ম্যানেজার আব্দুল মালেক, রাজশাহী বিদু্যৎ উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ, এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপপরিচালক সানাউলস্নাহ, সামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান উপস্থিত ছিলেন।