নীলফামারীর সৈয়দপুরে মুন্সিপাড়া জোড়াপুকুরের মৃত আজিমের ছেলে নাদিম আক্তারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বিভিন্ন হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শহরের সৈয়দপুর পস্নাজা মার্কেটের একটি রেস্টুরেন্টে স্ত্রী সোহানা আক্তারসহ নাদিম আক্তার এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নাদিম আক্তারের পক্ষে স্ত্রী সোহানা আক্তার লিখিত বক্তব্যে সংবাদকর্মীদের জানান, শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের মনিহারি পট্টির রেলওয়ে মার্কেটে তার স্বামী নাদিম আক্তারের একটি দোকান রয়েছে (পস্নট নং-৬০, হোল্ডিং নং ২১৩)। সম্প্রতি শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকার মৃত হালিম আক্তার শমসেরের ছেলে সুজা উদ্দিন আক্তার সিজন (২১), রেজাউল আক্তার রেজা (২৭) ও শাহজাহান আক্তার (৩০) এবং মৃত আজিমের ছেলে সেলিম আক্তার কালু ২০-২২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই দোকানে হামলা চালায়। হামলায় দোকান ভাঙচুর করে ও ৬ লাখ টাকার মালামাল লুটসহ নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। ভুক্তভোগী এর সঠিক বিচার দাবি করেন।