মাগুরার শ্রীপুরে শ্রীকোল ইউনিয়নের ৮নং শ্রীকোল মৌজার শ্রীকোল ব্রিকফিল্ড নামে পরিচিত পানি উন্নয়ন বোর্ডের ১১ একর খাস জমি স্বাধীনতার পর থেকেই অবৈধ দখলদারদের দখলে ছিল। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ওই সম্পত্তি স্বল্পমূল্যে নামমাত্র সরকারি বন্দোবস্ত নিয়ে ১৫ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনের পর নির্বাচিত চেয়ারম্যান ও তার শুভাকাঙ্খিরা জমিটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তখন থেকেই জেলা ও উপজেলা প্রশাসন নড়ে বসে।
মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলাম যোগদানের পর শ্রীপুরের নবাগত ইউএনও রাখী ব্যানার্জীকে নিয়ে এই বৃহৎ সরকারি সম্পত্তি উদ্ধার করেন। জেলা প্রশাসক অহিদুল ইসলাম এখানে একটি সুদুরপ্রসারি উন্নয়নমূখী পরিকল্পনা হাতে নেন এবং জায়গাটিকে 'ফ্রুট ভ্যালি' নামকরণ করেন।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার এই ফ্রুট ভ্যালিতে আনুষ্ঠানিকভাবে ফলদ বৃক্ষ রোপণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গলের ভারপ্রাপ্ত অধিনায়ক এমএম জিলস্নুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, মাহবুবুল হক (রাজস্ব), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুরের এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসনাথ। আলোচনা সভা শেষে ফ্রুট ভ্যালিতে বিভিন্ন প্রজাতির ৪শ' ফলদ বৃক্ষ রোপণ করা হয়।