প্রতি বছরের ন্যায় এবারো নয়জন কবি-সাহিত্যিককে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার নিতাইনগর হাজেরা ফাউন্ডেশনের আয়োজনে এ পদক প্রদান করা হয়।
হাজেরা ফাউন্ডেশনের সভাপতি কবি রবিউল আউয়াল রবি বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, রবীন্দ্র ইন্সটিটিউটের পরিচালক ড. মতিউর রহমান, কবি বেলাল উদ্দিন, কবি মাসুদুর রহমান মাসুদ, কবি মেহেনাজ পারভীন, বাচিক শিল্পী প্রশান্ত বসাক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কবি, সাহিত্যক ও গবেষকরা।
হাজেরা খাতুন পদকে ভূষিত করা হয়েছে- শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় প্রফেসর বদরুল হুদা, কবি বেলাল উদ্দিন, কবি মাসুদুর রহমান, কবি কৃঞ্চ চন্দ্র মালাকার, কবি পরিমল রায়, কবি মোছা. রত্না খাতুন, কবি মেহেনাজ পারভীন, কবি হাসান আলী ও নজরুল গবেষণায় ড. মতিউর রহমান।