কমিটি ঘোষণা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের আরাপপুর যুব কিশোর উন্নয়ন পরিষদের প্রীতিভোজ ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে আরাপপুর উকিলপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরাপপুর 'ব' অঞ্চলের সাবেক সভাপতি কাজী কামরুল হাসান ডন। কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল মজিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা পলাশকে নির্বাচিত করা হয়। কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি কাজী মাসুম জামান, ডা. আলী আহসান ফরিদ জামিল, আবু কায়েস জোয়ার্দ্দার টিলুসহ অন্যরা।
দোয়া মাহফিল
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃতু্যবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মরহুমের নিজ গ্রামের বাসভবনস্থ জামে মসজিদে দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুবদল নেতা মো. মামুনুর রশিদ।
প্রস্তুতি সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মণি সিংহ স্মৃতি জাদুঘর হল রুমে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডা. দিবালোক সিংহর সভাপতিত্বে ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির অন্যতম সদস্য অজয় কুমার সাহা, সুসঙ্গ ঢাকা সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।
বাস সার্ভিস উদ্বোধন
ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীর মনোয়ার মার্কেটে এসি বিনিময় পরিবহণের বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন তালুকদার মিন্টু, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাস মালিক সমিতির নেতা মুশফিকুর রহমান, আকিক হোসেন কাজলসহ বাস মালিক সমিতির অন্যান্য নেতা ও ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা।
ফুটবল খেলা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটার ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় সাঘাটা ন্যাশনাল স্পোর্টিং ক্লাবকে ১-৩ গোলে পরাজিত করে বগুড়ার মহস্তানগড় মনির স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ মঈনুল ইসলাম শামীম। আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির নেতা এম আর ফাইম, বিশেষ অতিথি ছিলেন সাঘাটা বিএনপির নেতা আলহাজ মোহাম্মদ আলী, জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আরসাদুল কবীর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী।
কর্মী সম্মেলন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপেস্নক্সের মাঠে বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাশুকুর রহমানের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আরাফাত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, সাঙ্গু থানা জামায়াতে ইসলামীর আমির ডা. আব্দুল জলিল, সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম।
মানববন্ধন
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সাঁথিয়ার বৈষম্যবিরোধী ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যপী সাঁথিয়ার বৈষম্যবিরোধী ছাত্রসমাজের অন্যতম প্রতিনিধি আরিফুল ইসলামের নেতৃত্বে এই মানববন্ধনে উলেস্নখযোগ্য ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি সাঁথিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমাদের জানামতে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।
চক্ষু চিকিৎসাসেবা
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত শনিবার হিরনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। কর্মসূচির উদ্বোধন করেন- আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এমদাদুলস্নাহ খান। কর্মসূচিতে ময়মনসিংহের কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক টিমের সার্বিক সহযোগিতায় এই চিকিৎস্যাসেবা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালা
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা উপজেলার চন্দ্রডিংগা গ্রামে বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের আয়োজনে উন্নত পদ্ধতিতে মুরগি পালনের জন্য হাজল তৈরি ও ব্যবহার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে আলোচনা করেন বারসিকের উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা। এ সময় প্রশিক্ষক ছিলেন- আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণে চন্দ্রডিংগা গ্রামের ১৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। উন্নত পদ্ধতিতে মুরগি পালনের জন্য হাজল তৈরি করে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য হাতে-কলমে একটি হাজল তৈরি করে দেখান।
যুব সমাবেশ
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে যুব সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কয়াপড়া মডেল প্রাইমারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য আব্দুল মালেকের সঞ্চালনায় ও যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমন।
প্রেস ব্রিফিং
ম বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন- জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ,র্ যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।
বিদায় সংবর্ধনা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাবকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমুল বারির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফজলুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিদায়ী শিক্ষক আব্দুল ওহাব, বিদায়ী শিক্ষকের সহধর্মিণী নার্গিস আকতার, সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা প্রমুখ।
কমিটি গঠন
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে 'শিবপুর ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রোববার বিকালে এ সংক্রান্ত বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়েছে। শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত শিবপুর ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মোমেন খান, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন ভূইয়াসহ অন্যরা।
কার্যালয় উদ্বোধন
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড অফিস উদ্বোধন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনকালে ছিলেন হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিএনপি নেতা এম বারেক আহমেদ, হায়দার আলী, সিরাজুল ইসলাম, সাবেক এজিএস মীর মোহাম্মদ রেজাউল, জহিরুল হক বাবু, আজিজুল হক, ছাত্রদল নেতা রুহুল আমিন, রাসেল মিয়া, মোবারক মিয়াসহ অনেকে।
কমিটি গঠন
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাগর আলীকে আমির ও শরিফুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে। শনিবার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও নায়েবে আমির করা হয়েছে সাবেক আমির মাওলানা আব্দুর রহিমকে। কমিটির অন্যরা হলেন সহ-সেক্রেটারি ইয়াদুল হক ও নুর নবী, কর্মপরিষদ সদস্য মাওলানা আলাউদ্দিন, কারি আব্দুছ ছালাম, জাহাঙ্গীর, মোতালিব, তারেক হোসেন ও মোস্তাকিম বিলস্নাহ।
কমিটির সভা
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেত্রকোনা সেনা ক্যাম্পের কমান্ডার ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার, নেত্রকোনা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-সচিব মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান প্রমুখ।
আর্থিক সহায়তা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই-আগস্ট ২০২৪ আন্দোলনের নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশন। শনিবার দুপুরে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের অধিবেশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে এ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের পক্ষে নাজমুল হকের ছেলে নাদিমুল হক। ন্যাশনাল ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভা
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ঐতিহাসিক জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ এজেডএম রেজওয়ানুল হক। পৌর বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান।
ইসলামী সম্মেলন
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গাইবান্ধা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও শিমুলবাড়ী আল মাহাদ ওমর ইবনুল খাত্তাব (রা.) সালাফিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে মাদ্রাসা মাঠে গাইবান্ধা জেলা পূর্ব সাংগঠনিক সভাপতি শায়খ মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আমির প্রফেসর ড. মুহাম্মদ আসাদুলস্নাহ আল গালিব। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রিন্সিপাল শায়খ মুহাম্মদ আবুল হোসাইন, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য কল্যাণমূলক সংগঠনের সভাপতি আহসান হাবিব সুজাসহ অন্যরা।
পরিচিতি সভা
ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান। পরিচিতি সভার সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম মজনুর রহমান। প্রেস ক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লিয়াকত আলী।
বিদায় সংবর্ধনা
ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সময় ছিলেন ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক নূর-নবী শেখ, কার্যকরী সদস্য সাংবাদিক মাসুদ রানা, ও সাংবাদিক পলাশ ইসলাম প্রমুখ।
দাওয়াতপত্র প্রদান
ম এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে খাজা শাহ্ মো. ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর বার্ষিক পবিত্র ওরস শরীফ উপলক্ষে দাওয়াতপত্র এনায়েতপুরীর নেসবতের সব দরবার শরীফের প্রধানদের এবং গণ্যমান্যদের প্রদান করেন। রোববার দাওয়াতপত্র প্রদান করেন হযরত খাজা শাহ মো. ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর সাহেবজাদা হযরত খাজা শাহ্ মো. কামাল উদ্দিন নুহু মিয়া। পবিত্র ওরস শরীফের দাওয়াতপত্র প্রদান অনুষ্ঠানে খাজা এনায়েতপুরীর হাজার হাজার আশেকান, গ্রামবাসী ও প্রতিবেশী উপস্থিত ছিলেন।