সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

নান্দাইলে বাস-ইজিবাইক সংঘর্ষে দুইজনের প্রাণহানি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
নান্দাইলে বাস-ইজিবাইক সংঘর্ষে দুইজনের প্রাণহানি

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

গত শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইক চালক রহমত উলস্নাহ্‌ (৪৬) ও পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উলস্নাহ্‌ (২২)। আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)।

নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে