শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৩ নভেম্বর সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি শিল্প, ৩টি ক্যাপটিভ ও ৭২৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উলেস্নখ্য, সেপ্টেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৪টি শিল্প, ৬১টি বাণিজ্যিক ও ৭৯৮৮টি আবাসিকসহ মোট ৮,১৫৩টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২,২০২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে দৈনিক ৫৮,৪৯,০৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৬.৬০ লক্ষ টাকা। উক্ত অভিযানসমূহে ৪৯ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে