ভোলা, কুষ্টিয়া, যশোরের অভয়নগর ও বরগুনার বামনায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র-মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী। অপরদিকে বিভিন্ন অপরাধে নারায়ণগঞ্জের আড়াইহাজার, দিনাজপুরের বীরগঞ্জ ও গাইবান্ধার সাঘাটায় তিনজনকে আটক করেছে পুলিশ। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটক হলো মো. মফিজ মাল (৩৬), মো. মামুল মাল ও মো. শামিম মাল (১৯)। তারা সবাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা। তারা তিনজন ভাই।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধারসহ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তলস্নাশি চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, বেশকিছু গোলাবারুদ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-মাদকদ্রব্য ও চেরাই মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বৌবাজার ও গুয়াখোলা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক হলো উপজেলার বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪৩), একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেন্টু আহমেদ (৫২) ও উপজেলার বুইকারা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮)। এ ব্যাপারে অভয়নগর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বামনা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বামনায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, টাকা ও মোবাইল ফোনসহ উপজেলার দুজন কুখ্যাত মাদক ব্যবসায়িকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে সালমা বেগমের কালিকাবাড়ির নিজ বাসা থেকে ও সকালে কলাগাছিয়া গ্রামে থেকে সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বার ও সালমাকে আটক করেন। গ্রেপ্তার হলো উপজেলার কালিকাবাড়ি গ্রামের সগির হোসেন এর স্ত্রী মোসা. সালমা (৪০) ও সদর ইউনিয়নের কলাগাছিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বার (৫২)।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ অভিযান পরিচালনা করে মো. রিপন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তার বসতবাড়ির সামনে থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের আশরাফ আলীর ছেলে রিপন। আড়াইহাজার থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু করা হয়েছে।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় মো. নুরুল ইসলাম মাস্টার (৬৫) নামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম মাস্টার পৌর শহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সুমনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জুমারবাড়ি বাজার এলাকা থেকে হুমায়ুন কবির সুমনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়।