রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দুপচাঁচিয়ায় ধান কাটা শুরু, ফলনে খুশি চাষি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়ায় ধান কাটা শুরু, ফলনে খুশি চাষি

বগুড়ার দুপচাঁচিয়ায় আমন ধান কাটা, মাড়াই শুরু হয়েছে। কৃষক-কৃষাণীরা ফসল ঘরে তুলতে বাড়ির আঙ্গিনা, খোলা জায়গা পরিষ্কার করে ধান কেটে মাড়াই করে ঘরে তুলছেন। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার দুপচাঁচিয়ায় ১১ হাজার ৭শ' হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে উফসী ১১ হাজার ২শ' হেক্টর ও হাইব্রিড ৫শ' হেক্টর। আগাম জাতের ধান চাষ করা হয়েছে ৮শ' হেক্টর। ইতোমধ্যে ২৫ ভাগ আমন ধান কাটা হয়েছে। কৃষি অফিসের সার্বিক দিক নির্দেশনায় চাষিদের নিয়মিত ক্ষেত পরিচর্যায় এবার রনজিৎ ও গুটি স্বর্ণা জাতের ধানের উৎপাদন বিঘাপ্রতি প্রায় ২০ মণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার দেবরাশন গ্রামের চাষি আব্দুস ছালাম, বড়চাপড়া গ্রামের রাজ্জাকুল বারী ও নওদাপাড়া গ্রামের মোজাহার হোসেন জানান, এবার আমন ধান রোপণের সময় কিছুটা পানির সংকট দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আর তেমন প্রাকৃতিক বিপর্যয় না ঘটায় ও নিয়মিত পরিচর্যা করায় বর্তমানে ক্ষেতের অবস্থা ভালো। এ অবস্থায় বিঘাপ্রতি ২০ মণের বেশি ফলন হবে বলে তারা আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজিদুল আলম বলেন, এবার রোপা আমন ক্ষেতের অবস্থা ভালো। ধান ঘরে তোলার পূর্বমুহূর্ত পর্যন্ত আবহাওয়ার বিরূপ প্রভাব না পড়লে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে