'সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ'- এ স্স্নোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করে শহরের ক্রীড়া ও সমাজিক সংগঠন একটি উদ্যোগের 'চলেন হাঁটি'।
শনিবার সকাল সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। খুবই মনোরম পরিবেশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন ও এসপি মুহম্মদ আবদুর রকিব।
প্রতিযোগিতায় বয়স ভিত্তিক অংশগ্রহণকারী নারী ও পুরুষের ৪টি দল অংশগ্রহণ করেন। হাঁটা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যসহ অন্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকরা। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকরা আয়োজনের বিষয়ে লিখিত মন্তব্য করেন।