বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার দাবিতে মুরাদনগরে মানববন্ধন
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার দাবিতে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন -যাযাদি

কুমিলস্নার মুরাদনগরে বিক্ষোভ মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিলস্না-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপ্থির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মানববন্ধন করা হয়। শনিবার উপজেলার সদরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বৈরাচারী সরকারের প্রহসনের রায় বাতিল করে তারেক রহমান এবং কায়কোবাদকে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবি করেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন। অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা। বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয়বার অধিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবদকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে