অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ারুল ইসলাম বলেছেন, 'খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণিকৃত ঋণের ক্রমবর্ধমান ধারা রোধ ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। অগ্রণী ব্যাংককে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে পৌঁছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।'
অগ্রণী ব্যাংকের 'উদ্দীপ্ত যাত্রা-২০২৪' এর সফল বাস্তবায়ন এবং খেলাপি ঋণ আদায় কর্মসূচির শাখাভিত্তিক অগ্রগতি পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তৃতায় তিনি এ কথা বলেন। বুধবার যশোরের আইটি পার্কে অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গৃহীত ৫৮ দিনের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এ সভা হয়েছে। অনুষ্ঠানে খেলাপি ঋণ গ্রহীতাদের নিকট হতে তাৎক্ষণিকভাবে কোটি টাকা শ্রেণিকৃত ঋণ নগদ আদায় হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক-৪ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (রিকভারি এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশন) এ কে এম শামীম রেজা। সভাপতিত্ব করেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নূরুল হুদা। সার্কেলাধীন ৭টি অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণিকৃত ঋণের ক্রমবর্ধমান ধারা রোধ ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনার পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া অগ্রণী ব্যাংককে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।