ঢাকায় পিলকানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচু্যত সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ছয় জেলায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ ও বিডিআর সদস্যের পরিবার। এ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়ায় নানা অভিযোগে একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রাজশাহী অফিস জানান, রাজশাহীতে বুধবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেছেন বিডিআর কল্যাণ পরিষদ ও জেলার চাকরিচু্যত বিডিআর সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচু্যত বিডিআর সদস্য ও বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম, হারুন-অর-রশিদ, সহ-সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচু্যত নায়েক সুবেদার আবদুল মতিন, গোলাম মোস্তফা, চাকরিচু্যত হাবিলদার আবদুল খালেক, চাকরিচু্যত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার যশোর জানান, যশোরে বুধবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সমন্বয়ক ওহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সামির হোসেন, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেদার আব্দুল সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে বুধবার দুপুরে শহরের পায়রা চত্তরে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ব্যানারে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএম কামরুজ্জামান, হাবিলদার আলিফ হোসেন, মনিরুল ইসলামসহ সংগঠনটির অন্য সদস্যরা।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচু্যত বিডিআর সদস্য আখের আলী, নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বুধবার সকাল দশটার দিকে শহরের কানাইখালি এলাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নাটোর জেলা বিডিআর কল্যাণ পরিষদ। মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচু্যত বিডিআর সদস্যরা। তারা বলেন, 'পিলখানা হত্যাকান্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ। ওই ঘটনায় আমরা ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশ প্রেমিক জোয়ানকে হারিয়েছি। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যকে বিনা পেনশনে জেল জরিমানাসহ চাকরিচু্যত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে এসব বিডিআর সদস্য ন্যায় বিচার বঞ্চিত হয়ে পরিবারসহ মানবেতর জীবন যাপন করছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় বুধবার গাইবান্ধা ডিবি রোডে ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। মানববন্ধনে নায়েক আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমন্বয়ক সি. ভিএম আব্দুর রাজ্জাক, সিপাহী আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মাহফুজ আলম, ইলিয়াস হোসেন, ফিরোজা বেগম প্রমুখ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারি ও নৈতিক স্খলনসহ নানা অভিযোগে একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়াপাড়াস্থ বায়তুশ শরফ আকতারিয়া আদর্শ ফাজিল (স্নাতক) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিনের বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়। খবর পেয়ে এসিল্যান্ড ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, খবর পেয়ে এসিল্যান্ডকে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো কমিটি করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।