বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

স্বদেশ ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

রাঙামাটি জেলার রাজস্থলী ও ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কের রাজস্থলী উপজেলায় পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলাপাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। নিহত সিএনজি যাত্রী পাইমে মারমা (২০) বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত ছিলেন।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফখর উদ্দিন শেখ (৫৫) নামে একজনের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফখর ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত মানিক শেখের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে