ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার দ্রম্নত বিচার দাবিতে নাটোর, ঠাকুরগাঁও, ফরিদপুরের সালথা, গাজীপুর ও পাবনার সাঁথিয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমঈয়দ সোব্বানে আহলে হাদিস সংগঠন, শিক্ষার্থীরা, সর্বস্তরের জনগণ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
নাটোর প্রতিনিধি জানান, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার ও ইসকন নিষিদ্ধ এবং সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতা সমাজ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন সমন্বয়ক শেখ ওবায়দুলস্নাহ মীম, শিশির মাহমুদ, হাসিবুর রহমান, আব্দুলাহ আল রোমানসহ সাধারণ শিক্ষার্থী ও মুসলিস্নরা।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ইসকন এর বর্বরোচিত হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমঈয়দ সোব্বানে আহলে হাদিস বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা নামের সংগঠন। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা সংলগ্ন আমতলী বাটা শো-রুমের সামনে মানববন্ধনে বক্তারা ইসকনকে 'পতিত স্বৈরাচারের পদলেহী, ভারতীয় আধিপত্যের দোসর ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন' হিসেবে উলেস্নখ করেন, তাদের বিভিন্ন উগ্রবাদী কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং বাংলাদেশে ইসকনের কার্যক্রম বন্ধের দাবি জানান।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এর শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা প্রদিক্ষণ শেষে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ৫ম ব্যাচের মো. মীর হাবিব বিন খালেক, কৃষি সম্প্রসারণ অনুষদের স্নাতকোত্তর শ্রেণির খন্দকার ফজলে রাব্বি প্রমুখ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার দ্রম্নত বিচার দাবিতে পাবনার সাঁথিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাঁথিয়ার সর্বস্তরের জনগণ। সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কামরুজ্জামান বকুল, আবুল কালাম আজাদ, সাদ্দাম ফকির, জুবায়ের, রুহুল আমিন প্রমুখ।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদি জনতা। শুক্রবার বাদ জুম্মা সালথা সদর বাইপাস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সালথা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা নেছারুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, সালথা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হান্নান, মাওলানা কাজী কামরুজ্জামান, হাফেজ এনামুল হাসান, মাওলানা আবুল হোসেনসহ অনেকে। এছাড়াও সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।