বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

তিন জেলায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

স্বদেশ ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গা, গাজীপুরের কালীগঞ্জ, বাঁশখালী ও চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সেলিম মাহফুজ মিল্টনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মিল্টন দর্শনা পৌর যুবদল নেতা ছিলেন। গত বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেলিম মাহফুজ মিল্টনকে দর্শনা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার বাড়িতে তলস্নাশি অভিযান পরিচালনা করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে। মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বু্যরো জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের বড় শ্যালক এ কে এম সিরাজ উলস্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এ কে এম সিরাজ উলস্নাহ নোয়াখালী জেলার কবিরহাট থানার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ পাঁচ মামলার আসামী সিরাজ উলস্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে সিরাজ উলস্নাহকে নোয়াখালী জেলার কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিরাজ উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেচুরিয়া এলাকার মো. ওয়াজেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ লতা পালমা (৪২) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার আগে শুক্রবার গভীর রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নারী মাদককারবারি লতা পালমা উপজেলার দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের উজ্জল পালমার স্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে