কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে পূর্বশত্রম্নতার জের ধরে চাঁন মিয়ার নির্দেশে সাব্বির মিয়া, রাহুল মিয়া, রবিন মিয়া, স্বপন মিয়াসহ ৮-৯ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে মহিলাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গত ২৩ নভেম্বর বিকাল ৪টার দিকে শোভারামপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- দুধ মিয়া (৪০), হামিদা খাতুন (৪৫), ফিরোজ মিয়া (৩৫), সিয়ানা বেগম (৩০), মারফত আলী (৫০। আহতদের বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, চাঁন মিয়ার লোকজন লাল মিয়ার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালালে দুটি বসতঘর ও নগদ টাকাসহ অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।