বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগলসহ গোয়ালঘর

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগলসহ গোয়ালঘর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুলস্নাগড়া ইউনিয়নের বাওইপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে দু'টি গরু, দু'টি ছাগল ও প্রায় ৪০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

কৃষক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গরু-ছাগল গোয়ালঘরে তোলে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা খুলতেই দেখেন আগুন ছড়িয়ে গেছে তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দু'টি গরু ও দু'টি ছাগলের সঙ্গে প্রায় ৪০টির মতো হাঁস-মুরগিসহ পুরো গোয়ালঘরটি পুড়ে গেছে।

তিনি আরও বলেন, 'সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কেনা হয়েছিল। কিন্তু কিভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল আমার।'

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম বলেন, 'ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমি খোঁজ নিচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে