অবশেষে ৯ দিন পর কুড়িগ্রামের রাজারহাটে অপহৃত স্বপ্নশপ ম্যানেজার শাহিনুর ইসলামকে টাঙ্গাইলের এ্যালেঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশ, র?্যাব ও সেনাবাহিনী অপহৃত শাহিনুরকে উদ্ধারে জোর তৎপর চালিয়েছেন। বুধবার রাতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে স্বজনরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি শাহিনুরের স্ত্রী নুসরাত জাহান বুশরা জানিয়েছেন।
উদ্ধারকৃত শাহিনুর দিনাজপুর জেলা সদরের রামনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় ঘটনার ২ দিন পর রাজারহাট উপজেলা সদরের কিসামত পুনঃকর গ্রামের আবু সাঈদের পুত্র মতিয়ার রহমানকে (৩০) আটক করে জেলহাজতে প্রেরণ করে।
জানা গেছে, গত ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে রাজারহাট বাজারের এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্নশপ আউটলেট ম্যানেজার শাহিনুর ইসলাম (৩৫) নিখোঁজ হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ থাকে। পরে ২০ নভেম্বর তার স্ত্রী বুশরা আক্তার রাজারহাট থানায় একটি জিডি দায়ের করেন। ২৩ নভেম্বর শাহীনুর আলমকে না পেয়ে রাজারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
এদিকে শাহিনুরের স্ত্রী নুসরাত জাহান বুশরা জানান, গত বুধবার টাঙ্গাইলের এ্যালেঙ্গায় তার সন্ধান পাওয়ার পর স্বজনদের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করে রাতে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুরোপুরি সুস্থ হওয়ার আগে অপহরণ না অন্য কিছু তা বলতে পারবেন না।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন বৃহস্পতিবার স্বপ্নের রিজিওয়ানাল ম্যানেজার মাহবুব মোবাইল ফোনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির বিষয়ে জানিয়েছেন। সুস্থ হলে শাহিনুরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অপহরণ রহস্য উদ্ঘাটন করা হবে।