বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

নেছারাবাদে মুক্তিযোদ্ধা খালেক কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
নেছারাবাদে মুক্তিযোদ্ধা খালেক কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুরের নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা আ:খালেক কমান্ডারের রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) এবং নেছারাবাদ থানার ইনস্পেক্টর জনাব মনিরুজ্জামান (মনির) সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

জানাজায় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম বাহাদুর, দেলোয়ার হোসেন তালুকদার, আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক রতনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম টুটুল, সোহেল তালুকদার, মশিউর রহমান, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন সজিব ও মাহফুজুর রহমান রাতুলসহ অন্যান্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে