দোয়া মাহফিল
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
চলতি বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইউএনও শাহীনা নাছরিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান, পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, ছাত্র প্রতিনিধি জনি, খালেদ সাইফুলস্নাহ সোহাগ, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, মোবাস্বির প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তাড়াশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, ওসি তদন্ত নাজমুল কাদের, অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইকবাল, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মির্জা ফারুক আহমেদ প্রমুখ।
স্মরণসভা
ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভু্যথানে আহত ও শহীদদের স্মরণে আখাউড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও গাজলা পারভীন রুহির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণকারী শিশু জাবিরের বাবা কবির হোসেন ভূইয়া, চোখে গুলিবিদ্ধ আহত ছাত্র সামি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, সেক্রেটারি বোরহান উদ্দিন হান্নান খাদেম, আলহাজ বিলস্নাল হোসেন প্রমুখ।
\হ
সভা অনুষ্ঠিত
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এ বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন শহীদ রিপনের ভাই সরকার আকতার, শহীদ ফজলুলের ভাই জিলানী, আহত ওয়ালিউল হাসান রাজুর পিতা সাংবাদিক আব্দুর রাজ্জাক ও আহত শহিদুল ইসলাম সানির বড় ভাই শামীম।
মিলাদ ও দোয়া
ম বরুড়া (কুমিলস্না ) প্রতিনিধি
বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসির ইন্সট্রাকটর রুহুল আমিন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ইলিয়াছ আহমদ, সাংবাদিক ইকরামুল হক, বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েল সওদাগর, বরুড়া উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মোহাম্মদ মমিন উলস্ন্যাহ ভুঁইয়া, শিক্ষক নেতা আবুল কালাম প্রমুখ।
বিদায় সংবর্ধনা
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ওহেদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ন কবির, সাবেক সহকারী শিক্ষক কামাল হোসেন, চকমহেশ সপ্রাবির সহকারী শিক্ষক সেলিনা সুলতানা, কৈগ্রাম সপ্রাবির সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, অমরপুর সপ্রাবির সহকারী শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
সাঁথিয়ায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের নিয়ে এক স্মরণসভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও জাহিদুল ইসলাম। আন্দোলনে আহত এবং শহীদের পক্ষে বক্তব্য দেন শহীদ জুলকারনাইনের পিতা আব্দুল হাই আল-হাদি হোমিওপ্যাথিক চিকিৎসক।
আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব সালাহ উদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সাঁথিয়া পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, ফাহাদ, শাওন, রাসেল, আরিফুল ইসলাম, কাউসার, রুহুল আমীন প্রমুখ।
কাজ উদ্বোধন
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইইউজিআইপি প্রকল্পের আওতায় নোয়াপাড়া আব্দুলস্নাহপুর সড়কের আরসিসি পাইপ ড্রেন স্থাপন কাজসহ রাস্তা প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক। বৃহস্পতিবার তিনি আড়াইহাজার পৌর প্রশাসক সাজ্জাদ হোসেনসহ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ভিপি কবির হোসেন সহ অন্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
যুব সমাবেশ
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন ইউনিয়নের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রবিউল হোসেন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি এএনএম আবু তাহের, কুমিলস্না মহানগর জামায়াত নেতা মেশকাত উদ্দিন ফারুক, কুমিলস্না মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
স্মরণসভা
ম (সাঘাটা গাইবান্ধা) প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও ইসাহাক আলীর সভাপতিত্বে ও সহকারী কমিশনা (ভূমি) মনোরঞ্জন বর্মণের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি সহকারী প্রভাষক এনামুল হক সরকার, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন।
সংলাপ অনুষ্ঠিত
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউএনও আল ইমরানের সভাপতিত্বে এবং রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, ইসলামী আন্দোলন রাজারহাট উপজেলার শাখার সভাপতি করিম ব্যাপারী, হেফাজতে ইসলামের রাজারহাট উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন।
দোয়া ও স্মরণসভা
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সভাপতিত্ব করেন ইউএনও মফিজুর রহমান। আলাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ওসি কাউসার আলম, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফিজ শামসুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মরিয়ম আক্তার, জহুরুল ইসলাম, আরিফুল হক ও খালেদ হোসেন। শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল হক।
পুলিশিং সভা
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং গোবিন্দগঞ্জ শাখার সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, পরিবহণ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির, সাধারণ সম্পাদক শওকত জামান, জামায়াত নেতা আফতাব হোসেন, শ্রমিক নেতা শাহীন প্রমুখ।
প্রশিক্ষণ
ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে নাগরিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভলেন্টিয়ার ফর বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মধুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ, সপ্নতরীর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ হাসিব শেখ। উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি নফেল সালিম বিপস্নব, সহ-সভাপতি প্রিন্স মাহমুদ, সাধারণ সম্পাদক সামসুন্নাহার সোমালিয়া, সাদী আব্দুলস্নাহ, আশরাফুল ইসলাম, গোলাম সারাফাত, সৈয়দ তাসনূর সান প্রমুখ।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
'কেমন রাজবাড়ী চাই, সমৃদ্ধ রাজবাড়ী গড়তে যুবক ও শিশুদের অংশগ্রহণ' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা। সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিমি, শিক্ষার্থী হুসাইন মাহমুদ, তাহসিন বিন আতিয়ার তামিম, আরাফাত, আব্দুল রবিন, রিয়ান ইসলাম, মোছা. মিম খাতুন।
কর্মী সমাবেশ
ম ফেনী প্রতিনিধি
ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিস শহর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, কেন্দ্রীয় সহকারী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিলস্নাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী।
মতবিনিময়
ম ফরিদপুর প্রতিনিধি
আগামী ১ ডিসেম্বর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সভা উপলক্ষে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর জেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ বদরউদ্দিন।
\হ
সংলাপ অনুষ্ঠিত
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে সাম্প্রায়িক সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও আল ইমরানের সভাপতিত্বে এবং থানার ওসি রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর কফিল উদ্দিন, ইসলামী আন্দোলন উপজেলার শাখার সভাপতি করিম ব্যাপারী, হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকত, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন।
বিদায় অনুষ্ঠান
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সুমি বড়ুয়া, ইয়াসিখা চাকমা। ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরাধ্যা বড়ুয়া ও তারুন্যা বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তারের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে, সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু সালেকের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোলস্না, পলস্নী বিদু্যতের ডিজিএম রিশু কুমার ঘোষ, প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ।
কমিটি ঘোষণা
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখায় সুব্রত পাল আহ্বায়ক ও বিশ্বজিৎ ঘোষ বিপস্নবকে সদস্য-সচিব করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি, মহাসচিব তরুন দে। অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন বণিক, যুগ্ম আহ্বায়ক সুজিত কুমার দাস, উৎপল পাল, মধু পাল, রাসং চিরান, আল্পনা সাহা, হৃদয় সরকার, বিজয় পাল, কাজল সরকার, শিপন রবিদাস, সদস্য রঞ্জিত শর্মা সরকার কাঞ্চন, রিপন সরকার, প্রদীপ বর্মণ, সুজন সরকার, সুধন সরকার, মিলন চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, বিপস্নব চন্দ্র সরকার রিপন, খোকন সরকার।