পোনা বিতরণ
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন প্রান্তিক চাষির মধ্যে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। সোমবার মাছের পোনা তুলে দেন সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত। চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম ব্যাপারী উপস্থিত ছিলেন।
স্মরণসভা
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সালথায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউএনও আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম পলস্নী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. প্রীতম দাস, থানার তদন্ত ওসি মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পী প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি বাতিল
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রতিবাদের মুখে আটঘরিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন যুবদল কমিটি বাতিল করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ ও সদস্যসচিব মঞ্জুর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৫ ইউনিয়ন যুবদল কমিটি গঠনের প্রতিবাদে প্রথম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফফর রহমান উজ্জ্বলের নেতৃত্বে কর্মী-সমর্থকরা প্রতিবাদ মিছিল করে ওইসব পকেট কমিটি বাতিলের দাবি জানায়। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্যসচিব মনির আহমেদের যৌথ স্বাক্ষরে একদন্ত, দেবোত্তর, চাঁদভা, লক্ষ্মীপুর ও মাজপাড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিল ঘোষণা করা হয়।
কর্মিসভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে কুলাগড়া ইউনিয়ন যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কুলাগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব হৃদয় মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন। প্রধান বক্তা ছিলেন- উপজেলা যুবদলের সদস্যসচিব ইউসুফ খান। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রোওশন আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম এবং কুলস্নাগড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহ আলম।
প্রস্তুতিমূলক সভা
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শহিদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উদ্যাপন ও বিজয়মেলা আয়োজন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার আেনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলিমুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওষুধ বিতরণ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি পালন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে সোমবার স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে। ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) মেডিকেল অফিসার মেজর এসএম আশিকুজ্জামান এএমসি এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এ সময় এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিত ছিলেন।
পরীক্ষা
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানা গেছে। সেলিনা আক্তার নামে একজন প্রধান শিক্ষিকার একটি ফেসবুক স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফোন করে এসব তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
কর্মিসভা
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মিসভা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম খান নাসিম। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
মতবিনিময়
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কনজু্যমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, ক্যাব সদস্য এন এম শাহজালাল, সনাক সভাপতি সাইফুল মাবুদ, ক্যাব সদস্য হাফিজুর রহমান, হাবিবুর রহমান, শিক্ষক আব্দুস সালাম, ক্যাব'র সমন্বয়কারী শরিফা খাতুন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।
সভা অনুষ্ঠিত
ম মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স আগামী ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সোমবার কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকরা ও সম্মেলন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভিন্ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠিতব্য কনফারেন্সে বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা অংশগ্রহণ করবেন এবং উপরোক্ত বিষয়ে তাদের গবেষণালব্ধ পেপার উপস্থাপন করবেন।
বিক্ষোভ মিছিল
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ও কটূক্তিকারী অপু মোদককে দ্রম্নত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। গত রোববার বিকালে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বুলস্নাবাজারের হবিগঞ্জ লাখাই সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এ সময় প্রতিবাদকারীরা অপরাধীকে দ্রম্নত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শৃঙ্খলা সভা
ম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনী কর্তৃক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ইসরাফ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও অনুপম কুমার দাশ অনুপ, ওসি কামাল হোসেন, পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা জামায়াতের ইসলামীর সাবেক সেক্রেটারি আশরাফুল ইসলাম।
আত্মপ্রকাশ
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে পাক্ষিক 'আলোকিত রাজারহাট' নামের একটি পত্রিকা আত্মপ্রকাশ উপলক্ষে রোববার রাজারহাট ইউএনও আল ইমরান উদ্বোধন করেন। প্রেস ক্লাব সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোকিত রাজারহাটের প্রধান সম্পাদক দিপালী রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক, ওসি রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কফিল উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, উলিপুর প্রেস ক্লাবের আহ্বায়ক তৈয়বুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান শাহিন প্রমুখ।
স্মরণসভা
ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও প্রতীক কুমার কুন্ডু ও সহকারী কমিশনার (ভূমি)। শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় গণ-অভু্যত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার খন্দকার নাজমুস সাকিব, থানার ওসি কামাল হোসেন, গণ-অভু্যত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোসারেফ হোসেন, অভু্যত্থানে আহত উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা গাজী অহেদুল হক, সূর্যমণি ইউনিয়নের বাসিন্দা রেজাউল সিকদার প্রমুখ।
মানববন্ধন
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বক্তব্য রাখেন জেলা কনজু্যমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মঞ্জু রাণী প্রমাণিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অভিনেতা মীর নাছিমুল ইসলাম, সাংবাদিক মামুনুর রহমান মিয়া প্রমুখ। বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে নাভিশ্বাস উঠেছে। এছাড়া নিষিদ্ধ থাকলেও ভোজ্যতেল অবাধে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে- যা ব্যবহারে ভোক্তাদের নানা শারীরিক অসুস্থতা বৃদ্ধি করবে।
আইনশৃঙ্খলা সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাসিক চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারেডে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন। ইন্সপেক্টর (তদন্ত) রজিউলস্নাহ খান, উপ-পরিদর্শক মনিরুজ্জামান পিপিএমসহ ৭টি ইউনিয়নের সব দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন। দফাদার ও চৌকিদারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের নিমিত্তে তাদের অবস্থান সম্পর্কে পুলিশকে সহযোগিতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ওসি।
অধ্যক্ষের যোগদান
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
তামীরুল মিলস্নাত কামিল মাদ্রাসা টঙ্গীতে গত রোববার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ড. মুহাম্মদ হিফজুর রহমান। ড. মুহাম্মদ হিফজুর রহমান কুমিলস্না জেলার দেবিদ্বার থানাধীন জয়পুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। পিতা মাওলানা আবিদুর রহমান ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘ চলিস্নশ বছর ধরে মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবনে ড. মুহাম্মদ হিফজুর রহমান পিতার নিবিড় সাহচর্যে তার পড়ালেখার হাতে-খড়ি হয় এবং ১৯৮৬ সালে ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে মেধা বৃত্তিসহ প্রথম বিভাগে দাখিল, ১৯৮৮ সালে প্রথম বিভাগে পঞ্চম স্থানসহ আলিম পাস করেন।
প্রস্তুতি সভা
ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহাজহারুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, থানার ওসি মাসরুরুল হক, কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আরিফ উলস্নাহ ছুট্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি পেশাজীবী ফোরামের সভাপতি আবু সোলতান, সাধারণ সম্পাদক জাকের আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াবুল হক, বাজার সমিতির সভাপতি ইয়াহিয়া খান মামুন।
সভা অনুষ্ঠিত
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও দীপ জন মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাছুম, নকলা থানার ওসি হাবিবুর রহমান, বিএনপি নেতা আব্দুল হক তালুকদার চান মিয়া, জামায়াতে ইসলামীর উপজেলা আমির গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
ক্যাম্পেইন
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার কয়রা খালে এলাকাবাসীর সুবিধার্থে নেটপাটা ও অবৈধ জাল অপসারণ করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্দেশ্যে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এতে সহযোগিতা করেন সিএনআরএস, মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও অডিএফ। ক্যাম্পেইনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কমলেশ মন্ডল প্রমুখ।
আনন্দ মিছিল
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে বিএনপির আনন্দ মিছিল বের হয়। সোমবার মাঝারদিয়া বাজারে এ আনন্দ মিছিলের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মাতুব্বর, সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মকু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্যা, ওয়ার্ড মেম্বার দেলোয়ার মাতুব্বর, যুবদল নেতা সজীব মাতুব্বর, বিএনপি নেতা জাফর ফকির, খায়ের শেখ, ইয়াছিন গোলদার।