বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রোগীর পরিবর্তে কাপড় পরিবহণে সরকারি অ্যাম্বুলেন্স

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রোগীর পরিবর্তে কাপড় পরিবহণে সরকারি অ্যাম্বুলেন্স

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গরিব রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবার অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কাপড় পরিবহণে ব্যবহার করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার রহমান মার্কেটের সামনে কাপড় বোঝাই অ্যাম্বুলেন্স নিয়ে স্থানীয়দের হাতে চালক ধরা পড়লে বিষয়টি জানা যায়।

অ্যাম্বুলেন্সটির সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে বলে জানা গেছে। চালকের নাম আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, গরিব রোগীদের পরিবহণ সেবার জন্য উপজেলা প্রশাসনকে চলতি বছরই একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত অ্যাম্বুলেন্স প্রদান করে জাপান-বাংলাদেশ (জাইকা)। এই অ্যাম্বুলেন্স উপজেলার প্রান্তিক মানুষদের সেবার কাজে ব্যবহার করার কথা। কিন্তু লোকচক্ষুর আড়ালে রোগী পরিবহণের অ্যাম্বুলেন্স দিয়ে কাপড় ব্যবসায়ীর ভাড়া খেটে আসছিলেন চালক আওয়াল।

বিষয়টি স্বীকার করে চালক আওয়াল বলেন, 'আমি চারজন মানুষসহ এসব কাপড় ঢাকা থেকে সারিয়াকান্দিতে নিয়ে আসছি। নিউজ করবেন করেন সমস্যা নাই।'

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, আওয়াল আগে রেন্ট কারের গাড়ি চালাতেন। এ কারণে ব্যবসায়ীরা তাকে চেনেন। এখন সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে পরিচিত ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া করেন আওয়াল।

ইউএনও শাহারিয়ার রহমান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে মন্তব্য করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে