মানিকগঞ্জের হরিরামপুর, জামালপুরের ইসলামপুর ও ফরিদপুরের ভাঙ্গায় মাদককারবারি, চাঁদাবাজ ও ভাঙচুর মামলার আসামি আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
\হহরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, আত্মগোপনে থাকা ভাঙচুর মামলার আসামি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক আসামি কিলার রাসেল বাহিনীর সহযোগী চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ইসলামপুর থানা পুলিশ গত দুই মাস গোপনে ও প্রকাশে বিশেষ অভিযানে কৌশলে রাসেল কিলারের সহযোগী চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্য শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চোখবান্ধা গ্রামের মোস্তফা কামাল (৩৮) ইসলামপুর পৌর শহরের ভেংগুরা গ্রামের দুদুর ছেলে রিপন (৩৫) ও একই গ্রামের গেন্দার ছেলে জালাল জালুকে আটক করে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় গাঁজাসহ আন্না বেগম (৫৪) নামক এক নারী মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক কারবারিকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ভাঙ্গা পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী মহলস্নার হিরু ফকিরের স্ত্রী।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।