বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা: গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় পতাকা, দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো এবং মানববন্ধনে ও আলোচনা সভা পালন করছেন দুর্নীতি দমন কশিন, প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বরিশাল অফিস জানান, বরিশালে সোমবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউস চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক যুগ্ম সচিব খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার।

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন (ক্রাইম অ্যান্ড অপস্‌), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুদক ফরিদপুরের উপ-পরিচালক রতন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল ও দুপ্রক সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায় প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দুপ্রকের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জানান, কুড়িগ্রামে সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ও দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য-সচিব ফয়সাল আহমেদ সাগর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মনজুর-এ-মোরর্শেদ এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দিন।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন জামালপুর জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সোমবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহবহু লোকজন উপস্থিত ছিলেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে সোমবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উলস্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম, এসি ল্যান্ড ডিপেস্নামেসি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, পলস্নীবিদু্যৎ চন্দনাইশের ডিজিএম মো. আবু সুফিয়ান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মন্নান, বিশিষ্ট লেখক সোহেল ইয়াসিন, প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাকটর আকতার সানজিদা জাফর পপি, যুব-উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ গাজিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, ইউপি চেয়ারম্যান আলহাজ মেহেরুল ইসলাম, উপজেলা দুপ্রকের সদস্য জ্যেষ্ঠ প্রভাষক হাবিবুর রহমান, অসীম কুমার দাস প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার সকালে পৌর এলাকার জামতলা মোড়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ের সামনে যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডা. কেএম এহছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ, এসি ল্যান্ড আমির সালমান রনি। গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল উদ্দিন, থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, গফরগাঁও উপজেলা সুজনের সভাপতি প্রভাষক নুর আবেদিন বাবুল প্রমুখ।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা শেষে সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোসা. সাহিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসি ল্যান্ড মো. নাসিম রেজা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মো. হারুন অর রশিদ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. জাকির হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন, উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মোছা. তহমিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্যাণ কুমার সাহার সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নারায়ণ চন্দ্র ভট্টাচার্য, সাজ্জাদ হোসেন সজল, সদস্য আসাদুজ্জামান সবুজ, বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী মন্ডল সাবু প্রমুখ।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।র্ যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকারসহ অন্যান্যরা।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে। এ সময় দুপ্রকের সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় সোমবার বেলা ১১টার দিকের উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ মোলস্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড সাদিয়া সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটির্ যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।র্ যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. আলমগীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মু. আবদুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ হোসেন ভুইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রভাষক মো. মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শ্রীপুরে সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং এরপরই উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে সভায় শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সী মোখলেচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্যানেল চেয়ারম্যান ও মহিলা বিষয়ক এবং জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীরা।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে সোমবারর্ যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুইচিং মং মার্মা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান, চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে সোমবারর্ যালি শেষে উপজেলা মিলনায়তনে সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়াসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় সোমবার সকালে সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাঙ্গা উপজেলার সভাপতি সাবেক অধ্যক্ষ মো. মোসায়েদ হোসেন ঢালী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোলস্না আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানভীর আহমেদ জোবায়ের, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিয়া মো. এনায়েত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ হোসেন, নাগরিক কমিটির সুভাষ মন্ডল, ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম প্রমুখ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার সকালে উপজেলা পরিষদের মানববন্ধন শেষে একটির্ যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আউয়াল'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুলতানা রাজিয়া। এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, সদস্য আব্দুস ছোবহান লিটন এবং স্কাউটস সম্পাদক জাহাঙ্গীর পাটওয়ারী প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান, এসিল্যান্ড সাদিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সহ-সভাপতি শাহজাহান সরকার, সদস্য ওসমান হারুনী ও গুরুদাসসহ অনেকেই।

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, মুকসুদপুরে সোমবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক, উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমীন জাহান, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার জাকিয়া রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় সোমবার সকালে একটির্ যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে লোহাগড়া উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি ডক্টর সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ সামদানির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, থানার (ওসি) মো. আশিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. কবির হোসেন, প্রভাষক মো. শরিফুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে সোমবার সকালে পরিষদ চত্বর থেকের্ যালি বের করা হয়। পরে সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় ও সহ-সভাপতি মো. বশির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড সৈয়দ সাফকাত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমেন চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন ও ছাত্র প্রতিনিধি মো. মুছা মিয়া প্রমুখ।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আসিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন। আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খান অপু। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মো. জসিম উদ্দীন, বাঁশখালী থানার (ওসি) মো. সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, নির্বাচন কর্মকর্তা হারুন মোলস্না, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে