মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার-সংলগ্ন বোয়ালজুড়ি খালের ওপর নির্মিত সরু ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ এলাকাবাসী। এই ব্রিজটির ওপর গাড়ি উঠলেই কেঁপে উঠে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী যানবাহনসহ চলছে ভারী পণ্যবাহী যান।
এই ব্রিজের পিলারের নিচের মাটি সরে এবং ছাদের ঢালাই খসে পড়ে ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটি ভেঙে পড়ে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানীসহ বড় ধরনের দুর্ঘটনা।
জানা যায়, প্রায় ৩৫-৪০ বছর আগে মতলব-গেন্রিপুর-পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী বোয়ালজুড়ি খালের ওপর নির্মিত হয় এই ব্রিজটি। এটি নির্মাণের পর থেকে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন চাঁদপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, লক্ষ্ণীপুরসহ আশপাশের কয়েকটি জেলার হাজার হাজার যানবাহন চলাচল করছে এই ব্রিজের ওপর দিয়ে। এ ছাড়াও ব্রিজটি সরু হওয়ায় দুই দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও পথচারীদের পারাপারের সময় যানজট লেগে থাকায় দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। ব্রিজটির এক প্রান্ত দিয়ে একটি সিএনজি প্রবেশ করলে বিপরীত প্রান্ত থেকে কোনো প্রাইভেটকার, যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারে না। ফলে যানজট লেগেই থাকে।
নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. শরীফ বকাউল বলেন, 'এই ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এ ছাড়া ব্রিজটি সরু হওয়ায় দীর্ঘ যানজট লেগে থাকে। এতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের।'
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী বহনকারী গাড়িসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকসহ আমাদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। ব্রিজটি ভেঙে কখন যে কী দুর্ঘটনা ঘটে।