বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় আমন ধানের বাম্পার ফলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাইকগাছায় আমন ধানের বাম্পার ফলন
খুলনার পাইকগাছায় পাকা ধানে ভরা আমন ক্ষেত -যাযাদি

খুলনার পাইকগাছায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে আমন ধান কর্তন। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন ও ঝাড়াই চলছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরের কোনো আমন ক্ষেতের ধানে ফুল ফুটছে, দুধ এসেছে ও কোনো ক্ষেতের ধান সবুজ রং ধারণ করেছে মাত্র। ২০ থেকে ২৫ দিন পরে এসব ক্ষেতের ধান কাটার উপযোগী হবে। তবে উঁচু ক্ষেতের ধান আগামী ১০-১২ দিনের মধ্যে কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছেন। বৈরী আবহাওয়ার জন্য কৃষকরা সময়মতো আমনের আবাদ করতে পারেননি। তারা আগাম কিছু ক্ষেতে সেচ দিয়ে চারা রোপণ করেছেন, আবার দেরিতে প্রচুর বৃষ্টি হওয়ায় নাবি আবাদ করতে হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অন্য এলাকা থেকে উপকূল এলাকায় এক মাস পরে কৃষি কাজের পরিবেশ তৈরি হয়। আবহাওয়াজনিত কারণ ও মৎস্য লিজ ঘেরগুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন ধান কাটাও দেরিতে শুরু হয়। নতুন আমন ধান আশানুরূপ দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান বিক্রি হচ্ছে মণ প্রতি সাড়ে ১৪শ' থেকে সাড়ে ১৫শ' টাকা দরে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা বেশি লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ হাজার ৪২৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলায় উঁচু ক্ষেত্রের প্রায় ৫ হাজার ৩শ' হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কর্তনকৃত ধানের ফলনহেক্টর প্রতি হাইব্রিড ৫.৯ মেট্রিক টন ও উফশী ৫.৬ মেট্রিকটন হারে পাওয়া যাচ্ছে। আর নাবিতে লাগানো ক্ষেতের ১০ ভাগ ধানে ফুল ধরেছে, ২০ ভাগ ক্ষেতের ধানে দুধ হয়েছে ও ৭০ ভাগ ক্ষেতের ধান কাঁচা ধারণ করেছে।

উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর বস্নকের কৃষক আলাউদ্দিন, পুরাইকাটী বস্নকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া বস্নকের কৃষক শফিকুল জানান, বৈরী আবহাওয়ার পরও তাদের ক্ষেতের আমনের ফলন ভালো হয়েছে। মটবাটি গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, তার মৎস্য ঘেরে আবাদকৃত ক্ষেতের ধান সবে ফুল ধরেছে। তাছাড়া মাজড়া পোকা লাগায় অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশক ব্যবহার করেছেন। কিছু ক্ষেতের ধানে চিটার পরিমাণও বেশি। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল ইসলাম জানান, আমনের ফলন ভালো হয়েছে। আবহাওয়ার কারণে কৃষকদের আমন আবাদ শুরু করতে কিছুটা দেরি হলেও পরে প্রচুর বৃষ্টিতে লবণাক্ত মাটি পরিশোধিত হওয়ায় আমনের ফলন ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে