গাজীপুরের টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে। গত ৫ ডিসেম্বর টঙ্গীর দত্তপাড়া কলাবাগান রোডে ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রুমান সরকার বাদী হয়ে মো. আমজাদ হোসেনগং (৩৫), হাবিব মোলস্না (৩৫) শাকিলসহ (৩০) অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানা একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রুমান সরকার নামে এক ব্যবসায়ীর বাউন্ডারি ওয়াল জোরপূর্বকভাবে ভেঙে নতুন বাউন্ডারি নির্মাণ করা চেষ্টা করেন আমজাদ হোসেনগংরা।
এ সময় বাদী তার জায়গার ওপর বাউন্ডারি তোলার সময় পরিবারের লোকজন নিয়ে বিবাদীদের জিজ্ঞেসাবাদ করলে তাদের ওপর অতর্কিতভাবে অজ্ঞাতনামা ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় বাদীর ছোটভাই নাজমুল, আদনান ও রুমান সরকারের ছোট চাচা জামাল উদ্দিন সরকার গুরুতর আহত হয়। নাজমুল গুরুতর আহত হয়ে টঙ্গীর শহীদ আহসানউলস্নাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
বাদী রুমান সরকার জানান, 'এ জমি পৈতৃকভাবে ৫০ বছর আগে আমরা কিনেছি। এর আগেও আমজাদ দুষ্কৃতকারীদের সহযোগিতায় জমিটি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন আবার দুষ্কৃতকারীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা চালান। এতে আমরা টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দিলে বিবাদীরা মেরে ফেলার হুমকি, বাড়ি থেকে আমাকে উচ্ছেদ ও আমার নামে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়।'
অভিযুক্ত ৪৮নং ওয়ার্ড বিএনপিসহ যুববিষয়ক সম্পাদক মো. শাকিল বলেন, 'সরেজমিন এসে সত্যটা যাচাই করে নিউজ করেন। জানামতে সেখানে কোনো বাউন্ডারি ওয়াল করা হয়নি।'
অভিযুক্ত আমজাদ হোসেন জানান, 'এটা আমার পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা জোরপূর্বক অবৈধভাবে দখলে রেখেছেন এবং আমার জায়গায়সহ ডেভেলপার কোম্পানির কাছে দিয়েছেন।'
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন বলেন, 'অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আপনি সরেজমিন গিয়ে দুই পক্ষের কথা শুনে যেটা সঠিক এবং সত্য তথ্য দিয়ে নিউজ করেন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তা বরদাস্ত করা হবে না।' টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।