কুমিলস্নার চৌদ্দগ্রামে হারুনুর রশিদ মজুমদার নামে এক প্রবাসীকে যুবলীগ নেতা আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ এবং দেড়শ বছরের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
গত সোমবার লিখিত বক্তব্যে প্রবাসী হারুনুর রশিদ মজুমদার বলেন, আমি এবং অপপ্রচারকারী প্রতিবেশী আমিন মজুমদার গং উভয়ে চৌদ্দগ্রাম এইচ জে মডেল পাইলট সরকারি হাই স্কুলের প্রতিষ্ঠাতা হাজী জাফর আলীর ওয়ারিশ। আমি যুবলীগ বা কোনো রাজনৈতিক দলের পদে নেই। কিন্তু প্রতিবেশী আমিন মজুমদার ৩নং ওয়ার্ড আ'লীগের সক্রিয় নেতা। মূলত তার সঙ্গে আমাদের বাড়ির পথের জায়গা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল।
আরও জানান, এর আগে রোববার আমিন মজুমদার ও রৌশন আরা গং একটি সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমার সম্মানহানি করেছে।
এ সময় উপস্থিত ছিলেন হারুনুর রশিদ মজুমদারের স্বজন আমিনুল ইসলাম মজুমদার, আনোয়ার হোসেন মজুমদার, হামিদুলস্নাহ, দেলোয়ার হোসেন, নুর ইসলাম লাতু মিঞা, জহিরুল হক, পেয়ার আহম্মদ মজুমদার, আবুল হাশেম মজুমদার, আবুল হোসেন মজুমদার, সুমন মজুমদার, আলাউদ্দিন মজুমদার, রহিমা বেগম, শাহিনুর আক্তার, জোছনা বেগম, খোদেজা বেগম, আসমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।