বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
৫ ইউপি সদস্যের অভিযোগ

চিলমারীতে জিআরের চাল পেলেন না ক্ষতিগ্রস্তরা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চিলমারীতে জিআরের চাল পেলেন না ক্ষতিগ্রস্তরা

কুড়িগ্রামের চিলমারীতে জেনারেল রিলিফের চাল (জিআর) বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে বিতরণ না করে পরিষদের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিষদটির ৫ সদস্য গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা যায়, গত ৩০ নভেম্বর উপজেলার নয়ারহাট ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য জিআরের ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এতে মোট দুইশ' পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে চাল পায়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণকৃত চালের তালিকানুযায়ী দেখা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পরিষদটির মোট বরাদ্দের সিংহভাগই বিতরণ করা হয়েছে ৪টি ওয়ার্ডের পরিবারের মধ্যে। মোট দুইশ' পরিবারের মধ্যে ৪টি ওয়ার্ডের ১৭৭ জন পরিবার পেয়েছে চাল। ৩নং ওয়ার্ডে কোনো পরিবারের মধ্যে চাল বিতরণ করা না হলেও বাকি ৪ ওয়ার্ডের ৩৩ পরিবার জিআরের চাল পেয়েছে। অভিযোগকারী সদস্যের মধ্যে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, ২-১টি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাটি ভূয়া। মনগড়া তালিকা করে চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পরিষদের আরও কয়েকজন সদস্যের সহযোগিতায় চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ২ নং ওয়ার্ডের সদস্য রহমত আলী বলেন, তার ওয়ার্ডের ৩ জনের নামে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত ওই তিন পরিবার কোনো চাল পাননি।

অভিযোগের বিষয়ে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মুঠোফোনে যোগযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, 'অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে