বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
জয়পুরহাট প্রতিনিধি জানান, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা ১২টায় স্থানীয় শহিদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দল নেতা হাসান তালুকদার, আনোয়ার হোসেন দিপু, শফিকুল ইসলাম, শামিমা ইয়াসমিন, খলিলুর রহমান, সামিউল ইসলাম বাবু, ইব্রাহীম হোসেন ফকির, শরিফুল ইসলাম ডালিম, জেলা কৃষক দলের সদস্য-সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।
সভা শেষে এক বর্ণাঢ্যর্ যালি শহিদ ডা. আবুল কাশেম ময়দান মাঠ থেকে বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্যর্ যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্ যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী সদস্য বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলে আলম শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, বিএনপি নেতা সুভাষ দাস, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সম্পাদক শওকত জুনিয়র জুয়েল, উপজেলা যুবদলের সদস্য-সচিব তানভীর চৌধুরী, যুবদল নেতা আব্দুল জব্বার, উপজেলা কৃষক দলের সদস্য-সচিব ইউপি সদস্য মোহাম্মদ আলিমুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুদ্দৌলা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ প্রমুখ।
সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার আয়োজনে, কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে পাবনার সুজানগরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কেক কাটা হয়।কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক তৌফিক হাসান আলহাজ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস। উপজেলা কৃষকদলের সভাপতি শাজাহান আলী শেখের সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, পৌর কৃষকদলের সভাপতি জাহিদ বিশ্বাস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রইচ উদ্দিন বিশ্বাস সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।