শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
দুই জেলায় আরও দুই মৃতু্য

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

স্বদেশ ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত
দুই জেলায় আরও দুই মৃতু্য

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। নওগাঁর পোরশা ও কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ ২ জন নিহত এবং ৪ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও কন্যা মুন্নী আক্তার (২৫)। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা শিশা মাটিন্দর ব্রিজের কাছে বাস দুর্ঘটনায় এক নারী নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়েছেন। নিহত নারী উপজেলার আমদা গ্রামের জিলস্নুর রহমানের স্ত্রী। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে শিশা-মহাদেবপুর রাস্তার মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই নুরবানু (৫৫) নামে এক নারী মারা যান।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃতু্য হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা গ্রামের মৃত টুলু রামের ছেলে রবীন্দ্রনাথ রায় (৩৫)। মঙ্গলবার বিকালে মন্ডলের বাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে