শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাঁচ জেলায় আওয়ামী লীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাঁচ জেলায় আওয়ামী লীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার
পাঁচ জেলায় আওয়ামী লীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

বিভিন্ন অপরাধে চট্টগ্রাম, ফরিদপুরের ভাঙ্গা, কিশোরগঞ্জের হোসেনপুর, টাঙ্গাইলের সখীপুর ও কুমিলস্নার তিতাস থেকে আটজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বুধবার গভীর রাত কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জসিম উদ্দিন খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও খাগরিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি খাগরিয়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত নিয়াজুর রহমানের ছেলে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা মো. আসলাম খান (৪২) ও ভাঙ্গা পৌর যুবলীগের সভাপতি ও ভাঙ্গা পৌরসভার নুরপুর মহলস্নার বাসিন্দা মো. জাকারিয়া মাতুব্বর (৪৮)। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, ককটেল হামলার ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসেবে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার ঢেকিয়া নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হোসেনপুর থানার (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আরও তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ড নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পাওয়া মজিবুর রহমান ও তার ছেলে মারুফ রহমান জেমি যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে বুধবার রাত ২টায় উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মজিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে