শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কক্সবাজার সমুদ্র সৈকতে 'চ্যাম্পিয়নস ট্রফি'র প্রদর্শন

কক্সবাজার প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কক্সবাজার সমুদ্র সৈকতে 'চ্যাম্পিয়নস ট্রফি'র প্রদর্শন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার সৈকতে প্রদর্শিত হয়েছে। সাগরপাড়ে ঐতিহ্যবাহী সাম্পানে ট্রফির প্রথম ফটোসেশন শেষে বুধবার বেলা ১১টা থেকে সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত করা হয়।

এ সময়র্ যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উপস্থিত মানুষজন এক নজর দেখার জন্য দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। আইসিসির ট্রফি দেখতে ভিড় করেন অনেক ক্রিকেটপ্রেমী দর্শনার্থী। এ সময় মানুষের উপস্থিতিতে সৈকতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ট্রফির সঙ্গে অনেক দর্শনার্থী ফটোসেশনে ব্যস্ত থাকতে দেখা যায়।

বিসিবিতে ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা নাজমুল বলেন, 'মূলত কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্যের অংশ হচ্ছে সাম্পান। তাই আইসিসির প্রতিনিধিদের পছন্দ অনুযায়ী প্রথমে ট্রফির ফটোসেশনে সাম্পানে রাখা হয়।'

নিরাপত্তায় থাকার্ যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম বলেন, 'আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিরর্ যাবের ৩০ সদস্যদের একটি টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সবাই খুব উৎসাহ নিয়ে ট্রফিটি দেখেছে।'

ট্রফি দেখতে আসা স্থানীয় ক্রিকেটার হুমায়ন কবির বলেন, 'বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সফলতার স্বপ্ন। সকাল থেকে এসেছি এক নজর ট্রফিটি দেখার জন্য। আগামীতে হয়তো একদিন দেখব বাংলাদেশ এই টুর্নামেন্টে জিতে এই ট্রফিটি পেয়েছে। এটি আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে