শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা বন্ধ, জনভোগান্তি

ঝিনাইদহ প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা বন্ধ, জনভোগান্তি

ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় ঝিনাইদহে খাজনা প্রদান ও নামজারি বন্ধ রয়েছে। সফটওয়ার উন্নয়ন কাজের কারণে প্রায় ১৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় ঝিনাইদহের ৬ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। এতে জনভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা অসংখ্য মানুষ।

ঝিনাইদহ জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস আসলে ঝিনাইদহ জেলায় জমি কেনাবেচা বৃদ্ধি পায়। সে হিসেবে প্রতিদিন গড়ে ৬ সাব-রেজিস্ট্রি অফিসে ৫০০ করে দলিল হয়, যা থেকে সরকার আনুমানিক ৫০ লাখ টাকার রাজস্ব অর্জন করে। কিন্তু গত ১৫ দিন ধরে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা গ্রহণ বন্ধ রয়েছে।

মহেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হাসিবুর রহমান জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কৃতান্ত বিশ্বাস জানান, 'ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না। এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে সেবা নিতে আসা মানুষ।'

হারুন মোলস্না নামে এক জমির মালিক জানান, ১৩ দিন আগে নামপত্তনের আবেদন করেছিলেন। কিন্তু ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির খাজনা নিতে পারেননি।

মধুহাটী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জানান, সার্ভার সমস্যায় জমির নামজারি হচ্ছে না। টাকার প্রয়োজনে তিনি জমি বিক্রি করেছেন। এখন সার্ভার জটিলতায় চরম সমস্যায় পড়েছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিল জানান, সফটওয়ার আপগ্রেডেশনের জন্য সাময়িক ভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকতে পারে। আবার কোনো কোনো সময় কাজও করছে। জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও দ্রম্নতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে