শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গৌরীপুরে স্কুলের প্রধান শিক্ষক শফিক বরখাস্ত!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গৌরীপুরে স্কুলের প্রধান শিক্ষক শফিক বরখাস্ত!

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

তিনি জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের এসএসসি ফরমপূরণসহ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সে জন্য তাকে সাময়িক বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিজ্ঞ আদালতের আদেশে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক যখন জামিন পাবেন, বিভাগীয় বিধি-নিষেধ না থাকলে তিনি স্বপদে পুনরায় বহাল হবেন।

জানা যায়, বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলার মাওহা ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিককে গত নভেম্বরে রাতে তাকে গ্রাপ্তার করে পুলিশ।

থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেপ্তারের পর শফিকুল ইসলাম শফিককে ১৫ নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে উপজেলার শ্যামগঞ্জ বাজারে হামলার ঘটনায় ফকির ছায়েদ আল মামুন শহীদ বাদী হয়ে যে মামলা করেন সে মামলায়ও শফিকুল ইসলাম শফিক এজাহারভুক্ত আসমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে