জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার বলেছেন, 'জাকের পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সফল হবে না। বৃহত্তর জাতীয় ঐক্য ব্যতীত কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। বস্নক চেইন টেকনোলজি ব্যবহারে জাতীয় নির্বাচনে ভোটিং ব্যবস্থা চায় জাকের পার্টি।'
গত বুধবার রাতে ফেনী কমিউনিটি সেন্টারে আসন্ন বিশ্ব ইসলামি মহাসম্মেলন জাকের পার্টির ২০২৫ উপলক্ষে দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জাকের পার্টি তাদের বিশ্ব সম্মেলনের মাধ্যমে তাদের দলীয় প্রধান মোস্তফা আমির ফয়সাল দলের কর্মসূচি ও আদর্শ, উদ্দেশ্য ঘোষণা দেবেন বলে জানান তিনি। নির্বাচন কমিশন তাদের ইশতেহার ঘোষণা করার পর, তার দল নির্বাচনে অংশগ্রহণ ও কত আসনে, কীভাবে যাবেন তা পরে সিদ্ধান্ত নেবে জাকের পার্টি।
সম্মেলনে জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ রহিম উলস্নাহ ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য বয়ান করেন আলহাজ মুফতি মাওলানা মাসুম বিলস্নাহ, আলহাজ হাফেজ আব্দুল কাদের, মাওলানা জাকের হোসেন, আলাউদ্দিন খিলজি, মাওলানা খায়রুজ্জামান আল হেলাল, মাওলানা সাইম ইসলাম, হাফেজ ফয়সাল আহমেদ প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।