মেহেরপুরের গাংনীতে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। অন্যদিকে নীলফামারী পৌর এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃতু্য। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার করমদী বাগানপাড়া থেকে আবু হানিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল আটটার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম হানিফের পরিবারের লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে। হানিফ ওই গ্রামের আবু জাহিদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, হানিফ রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। তবে কি কারণে এ আত্মহত্যা তা জানাতে পারেনি পরিবারের লোকজন। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃতু্য মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার নীলফামারী জানান, নীলফামারী পৌর এলাকার দেবীররডাঙ্গা সড়কের একটি নালা থেকে শনিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। ফুলপ্যান্ট পরিহিত ওই যুবকের লাশ শিংগীমারি নালায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ খবর লেখা পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে ঈষান চন্দ্র রায় নামের দেড় বছর বয়সি এক শিশু মারা যায়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে উপজেলার বেংহরী বনগ্রাম ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে। ঈষাণ এই গ্রামের সুর্যমহনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় বাড়িতে খেলার ছলে ঈষাণ সবার অগোচরে টিউবওয়েল পারে বালতি বোঝাই পানিতে পড়ে যায়। এ সময় তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসাপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।