বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসব শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধায় দেশব্যাপী পালিত হয়েছে 'শহীদ বুদ্ধিজীবী দিবস'। এ দিন স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। দিবস পালন উপলক্ষে শনিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্ যালি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

সিলেট অফিস জানিয়েছে, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। এছাড়া বিকাল পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র??্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষে শহরের কাউতলীতে অবস্থিত স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। পরে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রা বলেন, জাতিকে মেধাশূন্য করার জন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের ১০৭০ জন বা তারও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের মধ্যে ছিলেন আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, চলচ্চিত্র শিল্পী, পরিচালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কিন্তু তারা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, সকালে নীলফামারী সরকারি কলেজ বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য় তুলে ধরা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার গোলাম মোর্শেদ আজম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামসহ অন্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় শহীদদের স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মামুন খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) এম. সাব্বির হাসান প্রমুখ।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে নগরীর দমদমা বধ্যভূমিতে শোকর্ যালি ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আলোচনা সভায় উপাচার্য বলেন, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিজয়ের সন্নিকটে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অকাতরে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন এ দেশের বুদ্ধিজীবী সমাজ। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের সব অগ্রযাত্রায় সবাই শরিক হয়ে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রফেসর ড. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান।

এদিকে রংপুরে গণসংহতির উদ্যোগে নগরীর টাউন হল বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা গণসংহতির আহবায়ক তৌহিদুর রহমান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফাখকারুল ইসলাম মুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের মহানগর সংগঠক আব্দুল জব্বার, দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম, জেলা ছাত্র ফেডারেশনের সম্পাদক আল তানজিল, হাসান ইকবাল, নাজমুল হুদা, রাদমান ইসলাম প্রমুখ।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে সদর উপজেলা পরিষদ চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। এর পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানা স্মৃতি চারণ করে তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এ ছাড়া '৭১ এর বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে পুরাণ বাজার ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

স্থানীয় সরকার মন্ত্রণালয় চাঁদপুরের উপপরিচালক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনর সঞ্চালনায় বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, আব্দুল হামিদ মাষ্টার, পুরান বাজার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোবারক হোসেন চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও প্রিয়াস গোস্বামী।

এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সে বীর মুক্তযোদ্ধাদের স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, বীর মুক্তিযোদ্ধা সানা উলস্নাহ খান, সরদার আবুল বাশার, ডা. কাজী হাসেম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।

এছাড়াও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, জেলার ৮ উপজেলার সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে খুবই গুরুত্বসহকারে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে প্রথমে জেলা প্রশাসক সিফাত মেহনাজ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির নেতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় 'দূর্জয় পাবনা' স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পাবনা প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। পরে দিবসটি তাৎপর্য তুলে ধরে রাতে পাবনা প্রেস ক্লাব আয়োজন করে আলোচনা সভার। প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যসহ পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে শহীদ বীর বুদ্ধিজীবীদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর একে একে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, ইউএনও বেলায়েত হোসেন, জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপ্রধানের নেতৃত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুর করিম, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুলস্নাহ মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব বশেমুরকৃবিতে এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, শোকর্ যালি, আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শোকর্ যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মো. অহিদুজ্জামান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী জিন্নাহ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ডক্টর মুর্শিদা খান ও রেজিস্ট্রার মোঃ আবদুলস্নাহ্‌ মৃধা বক্তব্য রাখেন।

এদিকে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুলস্নাহ। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর-১ প্রফেসর লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ প্রফেসর ডক্টর নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সরকার মো. রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহীউদ্দিন জাহাঙ্গীর, জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ স্থানীয়রা।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম প্রমুখ।

ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর প্রশাসন ভবনের সামনের চত্বর হতে শোকর্ যালি বের হয়। শহীদ স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভিবিপ্রবি) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, ০১ মিনিট নিরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে শোকর্ যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, আইকিউএসির পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পবিপ্রবি প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল লতিফ। এর পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য ও ট্রেজারার। পরে একই স্থানে ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল ফেরদৌস উর্মি, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউএনও সাজ্জাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড শাহানাজ পারভীন বিথি, ওসি এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, ভিপি কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভূঁইয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. লালমিয়া প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সবুর খান, মোমিন খান, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আলিমুদ্দিন, আবেদ আলী, মনসুর রহমান, হৃদয় বর্মণ প্রমুখ।

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়ায় ইউএনও মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড সানজিদা মুস্তারী, থানার ওসি শফিকুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আয়শা সিদ্দিকী।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড সিনথিয়া হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পলস্নী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার আহাম্মেদ আরমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় ইউএনও শাহনিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড এসএম ফুয়াদ, থানার ওসি আজিম উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুলস্নাহ আসাদ, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য রুবেল ইসলাম প্রমুখ।

চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সুষ্মিতা সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন এসিল্যান্ড তাসমিন জাহান, ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শওকত আলী।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল হাই সিদ্দিকী। বক্তব্য রাখেন এসিল্যান্ড ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, রেজাউল হক, আওরঙ্গজেব, মুক্তিযোদ্ধা সন্তান মহাসিন আলি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, পৌরসভা কমান্ডের সাবেক কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আল-আমিন। ক্তব্য দেন এসিল্যান্ড আরাফাত হোসেন, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, ওসি মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জিলস্নুর রহমান রিগান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, ওসি বাচ্চু মিয়া, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউএনও রুবাইয়া ইয়াসমিনের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার কাজী ফারুক আহাম্মেদ, এসিল্যান্ড আমির সালমান রনি, পাগলা থানার ওসি ফেরদৌস আহাম্মেদ প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী। আরও বক্তব্য রাখেন এসিল্যান্ড সাদ্দাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কৃষি অফিসার এমরান হোসেন প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ, ওসি নাজমুল হক, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- এসিল্যান্ড ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক মনিরুল হক রাজন প্রমুখ।

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, ঈদগাঁওয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও বিমল চাকমা। বক্তব্য রাখেন ওসি মছিউর রহমান, ঈদগাহ রশিদ আহমেদ কলেজের অধ্যক্ষ জসিম উদিন, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনও হাসান বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননী গোপাল, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখা আমির মাওলানা আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক ফরিদ হোসেন, এসিল্যান্ড এস এম আলামিন, ওসি মারুফ হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন প্রমুখ।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় ইউএনও কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দার, ওসি রাশেদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আসাদুল ইসলাম তোতা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রায়হান হোসেন, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি জানান, মিঠাপুকুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় ইউএনও বিকাশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেস ক্লাবের সেক্রেটারি মেহেদী হাসান রিপুল প্রমুখ।

মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মণিরামপুরে আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউএনও নিশাত তামান্না। সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড নিয়াজ মাখদুম, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, ওসি নূর মোহাম্মদ গাজী, প্রভাষক মহিবুলস্নাহ মহিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাসমিন হাসান বর্ষা, ফয়সাল আহমেদ প্রমুখ।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আব্দুর রহিম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে আলোচনা সভায় ইউএনও উম্মে সালমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস, ওসি মোহাম্মদ শাহজালাল, প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মিলন চাকমা, ওসি মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ও শহিদ উলস্নাহ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে ইউএনও সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সফিউলস্নাহ সিবলী, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য জিকো দে, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা ফরিদুর ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, সাংবাদিক হাবীবুউলস্নাহ মেজবা প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউএনও মাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন খন্দকার, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল, যুবদল নেতা মাহাবুবুল আলম মাসুদ প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তনিমা আফ্রাদ। বক্তব্য রাখেন এসিল্যান্ড নূরী তাসনিম ঊর্মি, ওসি মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু সাঈদ। বক্তব্য দেন এসিল্যান্ড সায়েম ইমরান, ওসি মো. শহিদুলস্নাহ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর সভাপতি এসএম ছোবাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম ফারুক ইমাম, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহসভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু ও সাংবাদিক পলাশ ইসলামসহ অন্যরা।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন খন্দকার, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইসরাইল, যুবদল নেতা মাহাবুবুল আলম মাসুদ প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জীবনী শীর্ষক কুইজ ও রচনা প্রতিযোগিতার এবং দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। ইউএনও তনিমা আফ্রাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও হাসান বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. ননী গোপাল, বাংলাদেশ জামায়াত ইসলামী ইন্দুরকানী উপজেলা শাখা আমির মাও. আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন, সহকারী কমিশনার ভূমি এস এম আলামিন, ইন্দুরকানী থানা ওসি মারুফ হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, মহিলাবিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফিরদাউসি প্রমুখ।

মিঠাপুকুর প্রতিনিধি জানান, মিঠাপুকুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে কোরআন তেলওয়াত ও মোনাজাত করা হয়।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুমন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক েেগালাম রাব্বানী, মিঠাপুকুর প্রেস ক্লাবের সেক্রেটারি, মেহেদী হাসান রিপুল প্রমুখ।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ লাখাই। উপজেলা প্রশাসনিক চত্বরের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মণিরামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, থানার ওসি নূর মোহাম্মদ গাজী, প্রভাষক মহিবুলস্নাহ মহিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাসমিন হাসান বর্ষা, ফয়সাল আহমেদ প্রমুখ।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু সাঈদ। বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী ওসি শহিদুলস্নাহ, বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএম ছোবাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম ফারুক ইমাম, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, উপজেলা বিজয় চত্বরে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কে এম আবু নওশাদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, কচুয়া থানা ওসি রাশেদুল আলম,বীর মুক্তিযোদ্ধা আসাদুল ইসলাম তোতা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রায়হান হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক সরকার রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহীউদ্দিন জাহাঙ্গীর, জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ভোর ৬টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা ইউএনও কাউছার আহাম্মেদের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, থানার ওসি রিয়াদ মাহমুদ, লাইভ স্টক অফিসার লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে