গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খুলনার পাইকগাছায় জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন করা হয়। অন্যদিকে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে মসজিদকে পৈতৃক সম্পত্তি দাবির প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পাইকগাছা-খুলনা সড়কের ওপর এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংস্থা হেলভেটাস বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব-দি রুরাল (ডরপ্)-এর সহযোগিতায় মা সংসদ, ওয়াশ বাজেট মনিটারিং ক্লাব ও যুব গ্রম্নপের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অব. অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন পাইকগাছা প্রেস ক্লাব সভাপতি অ্যাড. এফএম, এ রাজ্জাক, আয়োজক কমিটির সমন্বয়কারী পিন্টু চন্দ্র দাশ, মিতা রানী দাশ, মিন্টু অধিকারি, চামেলি বেগম প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে মসজিদকে পৈতৃক সম্পত্তি দাবির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকালে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর ও আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মোহাম্মদ বাহাদুর ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম, সাইফুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, দিল মোহাম্মদ, ছাবের, ফারুক, নয়ন প্রমুখ। বক্তারা বলেন, একটি পরিবার বাবার সম্পত্তি দাবি করে আসছে। মুসলিস্নগণ দীর্ঘদিন ধরে অন্য এলাকায় গিয়ে নামাজ আদায় করে। তারা প্রশাসনসহ সংশ্লিষ্টজনদের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীতে গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এতে মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর রহমানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম সরকারের সন্তান বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা শেখ মানিক, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক ইউসুফ মিয়া, ঢাকা বিভাগের তারেক জিয়া পরিষদের ইমরান হোসেন, গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।