রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্চশব্দে গান-বাজনায় বাধাগ্রস্ত হচ্ছিল শিক্ষা কার্যক্রম। দিনবর গান-বাজনায় বিরক্ত থাকত শিক্ষক-শিক্ষার্থীরা। তবে প্রক্টরিয়াল বডির তৎপরতায় বন্ধ হয়েছে উচ্চস্বরের গান-বাজনা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিনই কোনো না কোনো বিভাগের পিকনিক থাকে। এছাড়াও বিভিন্ন সংগঠনেরও অনুষ্ঠান থাকে। তবে কাউকে এখন উচ্চস্বরে গান-বাজনা করতে দেখা যায়নি।
এর আগে গণিত বিভাগের অনুষ্ঠানে রাত ১১টা পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা করায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা প্রক্টরবডি নিয়ে এর প্রতিবাদ করে। কিন্তু এক পর্যায়ের দেখা গণিত বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলের শিক্ষার্থীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এছাড়াও দিনের বেলায় উচ্চস্বরে গান-বাজনা করায় অনেকের ক্লাস পরীক্ষার সমস্যা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ে উচ্চস্বরে গান-বাজনা এটা দীর্ঘদিনের একটি কালচারে পরিণত হয়েছে। আমাদের প্রক্টরিয়াল বডির তৎপরতায় এখন বিশ্ববিদ্যালয়ে শান্তি বিরাজ করছে।'