বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে পদ্মার চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঈশ্বরদীতে পদ্মার চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

পাবনার ঈশ্বরদীতে পদ্মার চর দখলকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রম্নপের মধ্যে গুলিবর্ষণ এবং ধাওয়া পাল্টাধাওয়া ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়াম বাড়ীয়া পদ্মার চরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিমুল হোসেন (২৫) আড়াম বাড়ীয়া এলাকার মো. রফিকের ছেলে। ক্যাডার জুয়েল হোসেন ওই এলাকার আকছেদ মৃধার ছেলে এবং বিপু ওরফে ল্যাংড়া বিপু স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা যায়, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে ওই এলাকার বিএনপি ২টি গ্রম্নপে বিভক্ত। এদের মধ্যে একটি বিপু ওরফে ল্যাংড়া বিপু গ্রম্নপ এবং ওপরটি জুয়েল মৃধার গ্রম্নপ। এদের মধ্যে একজন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের কর্মী এবং অপর জন জাকির হোসেন জুয়েলের কর্মীসমর্থক।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াম বাড়ীয়ার চরে প্রমত্তা পদ্মার গর্ভে ভেসে ওঠা প্রায় ১ হাজার একর জমির মধ্যে আনুমানিক একশ' বিঘা জমিতে খেসারি (মাস-কলাই) চাষ করেছেন স্থানীয় জুয়েল গ্রম্নপের সদস্যরা। চাষকরা এসব খেসারি স্থানীয় গবাদি পশু খামারিদের কাছে কাঁচা ঘাস হিসেবে ১৫ থেকে ২০ হাজার টাকা বিঘা বিক্রি করা যায়। উচ্চ চাহিদা সম্পন্ন এই ফসল নিজের বলে কুষ্টিয়ার রাইটা এলাকার মহিষ খামারের মালিক রেজাউল ব্যাপারীর কাছে বিক্রি করেন ল্যাংড়া বিপু ও তার গ্রম্নপের সদস্যরা।

এদিকে ক্রয় সূত্রে মালিকানা পাওয়া চরে নিজের বাথানের মহিষ ও জনবলসহ পাঠান রেজাউল ব্যাপারী। আবার নিজেদের চাষকরা জমিতে একদল মহিষ চরে ফিরছে জেনে স্বদলবলে চরে যান জুয়েল ও তার গ্রম্নপের সদস্যরা। সেখানে গিয়ে জানতে পারেন তাদের চাষ করা জমি বিক্রি করেছে ল্যাংড়া বিপু ও তার গ্রম্নপ। এ সময় মহিষের মালিকদের চর ছেড়ে যেতে বলায় বিতন্ডায় জড়ালে একজনকে অপহরণ করেন জুয়েলের সদস্যরা। বিষয়টি বিপুরা জানতে পেরে তারাও ঘটনাস্থলে পৌঁছালে জুয়েল এবং বিপু গ্রম্নপের মধ্যে গোলাগুলোর ঘটনা ঘটে। ঘটনার সময় চরে থাকা দুটি টং ঘরে অগ্নিসংযোগ করেন বিক্ষুদ্ধরা। এ সময় একজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ রফিককে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় দোকানদার বাচ্চু বলেন, 'এ চরে এ সময় প্রায় ৫ শতাধিক মহিষ চরানো হয়। শুক্রবার মাগরিবের নামাজের আগে হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে আমরা ভয় পেয়ে দোকানপাট বন্ধ করে দেই। শুনেছি খেসাড়ি বেচা নিয়ে ২ গ্রম্নপের মধ্যে ঝামেলা হয়েছে। একজনের নাকি গুলিও লেগেছে।'

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ বলেন, 'বিষয়টি পুরোটাই নৌপুলিশের। তবুও খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে