বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

তিন জেলায় সড়কে ঝরল ৩ প্রাণ

স্বদেশ ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় সড়কে ঝরল ৩ প্রাণ

গোপালগঞ্জের সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এসআই নিহত হয়েছেন। এদিকে, নেত্রকোনার বারহাট্টায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতসহ দুইজন আহত হয়েছেন। অন্যদিকে, মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের একজন এসআই নিহত হয়েছেন। শনিবার সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোলস্নার ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়তুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালকসহ অপর এক আরোহী আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা মহাসড়কের তেঘরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াতুল আসমা গ্রামের কাসেমের ছেলে। আহতরা হলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন আহম্মেদ শরীফ, মৃত আব্দুল আজিজের ছেলে শহীদুল আহাম্মেদ। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান জানান, ময়নাতদন্ত শেষে আয়াতুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদু্যতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বোরহান মুফতি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক রাব্বি মুফতি (২৫) আহত হয়। গত শুক্রবার রাতে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের শাহ আলম মুফতির ছেলে। রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে