'অন্তর্র্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে তাহলে দ্রম্নত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শনিবার দুপুরে উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারীতে এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথি দলের অপর শীর্ষ নেতা ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, 'অধিকার বঞ্চনার জায়গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি। অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি করেছি, একে সফল করে তুলতেই হবে।'
জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব অধ্যাপক আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।