জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কনফারেন্স-২০২৪। শনিবার বিশ্ববিদ্যালয়ের জাহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সোসাইটি অব ইসলামিক নলেজ সিকারস (জেইউ সিকস) কর্তৃক আয়োজিত এ কনফারেন্স সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।
কনফারেন্স বক্তা ছিলেন প্রফেসর মোখতার আহমেদ, শায়খ আব্দুলস্নাহ বিন আব্দুর রাজ্জাক, ড. মোহাম্মাদ সরোওয়ার হোসেন, ডা. শামসুল আরেফিন শক্তি, ইমরান রাইহান, আবু মোহাম্মাদ রাফিউজ্জামান, আব্দুলস্নাহ আল মাসউদ, আহমেদ রফিক জাকারিয়া মাসুদ, এম. মাহবুবুর রহমান, মুফতি তারিকুজ্জামান এবং অন্যরা। বক্তারা ইসলামের মৌলিক বিষয় এবং ঈমান, আকীদা সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া কনফারেন্স উপলক্ষে মিলনায়তনের সামনে ইসলামি বই মেলা আয়োজিত হয়। এসময় দশটির বেশি প্রকাশনা বিভিন্ন ছাড়ে বইয়ের স্টল দেন।