বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ন্যায্যমূল্যে মাংস

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাণিসম্পদ অফিস কর্তৃক পরীক্ষিত উপজেলা পরিষদ নিউ মার্কেটে ন্যায্যমূল্যের গরুর মাংস বিক্রয় দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আবু আনাস, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, মো. আব্দুল আজিজ প্রমুখ।

ঢেউটিন বিতরণ

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগরপাড়া এলাকায় আগুনে ভস্মীভূত ১২ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বাঁশখালী উপজেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদু শুক্কুর কোম্পানি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে ব্যক্তিগত ফান্ড থেকে এসব নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখেরখীল বায়তুল মামুন মসজিদের ইমাম মাওলানা আবু হামিদ, ব্যবসায়ী নুরুল কবীর, মোহাম্মদ জসিম ও জসিম উদ্দিন প্রমুখ।

অ্যাওয়ার্ড অর্জন

ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন। তিনি ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের টানা দুইবারের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ, বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভারের সাংবাদিক। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ওই অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

ক্রিকেট টুর্নামেন্ট

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪'র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পার্বতীপুর পৌরসভার পুরাতন বাজার এ এস এম হাইস্কুল মাঠে সৈয়দপুরের রসুলপুর ক্রিকেট দল বনাম পার্বতীপুরের ডা. মনছুর আলী স্মৃতি পরিষদ ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ডা. মনছুর আলী স্মৃতি পরিষদ ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয় রসুলপুর ক্রিকেট দল। পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম। বিশেষ অতিথি ছিলেন প্রো. আফসিন ট্রেডার্স আব্দুলস্নাহ্‌ সরকার, আহ্বায়ক পৌর যুবদল রবিউল ইসলাম (বাবু) প্রমুখ।

কেরাত সম্মেলন

ম পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কেরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা। শুক্রবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেরাত সম্মেলন প্রধান আকর্ষণ ছিল আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট বিশ্বের প্রসিদ্ধ কারিদের অন্যতম শাইখুল কোরআন শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী কেরাত পরিবেশন। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুলস্নাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম।

আলোচনা সভা

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার টঙ্গীতে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের বাসভবনে জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন সরদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সরাফত হোসেন, জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আনিছুজ্জামান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী সৌমিক সরকার।

সংবর্ধনা অনুষ্ঠান

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদে সুন্দপীপাড়া শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে সুন্দপীপাড়া বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাঁশখালীর খানখানাবাদ ইউপির সুন্দপীপাড়া এলাকায় অনুষ্ঠিত সভায় বহুমুখী সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম পাপ্পা, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সবুর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত ওসমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহেদুল হক জাহেদ, উপজেলা বিএনপি নেতা সাদুর রশিদ।

বাইসাইকেল বিতরণ

ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ীতে রাবেয়া- কাদের ফাউন্ডেশনের উদ্যোগে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর অবস্থিত রাবেয়া কাদের ফাউন্ডেশনে এসময় ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সোবহান, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া, চিত্রশিল্পী গোলাম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলা, কবি নেহাল আহমেদ, রেজাউল করিম আরজু প্রমুখ।

মেধা বৃত্তি পরীক্ষা

ম এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর আয়োজন করা হয়েছে। শনিবার এনায়েতপুর কেজির মোড়ে অবস্থিত এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন ও সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। এসময় প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভা করেন। সভায় তিনি বলেন, সরকারি পর্যায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই আমরা এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা এবছর চালু করলাম।

পরীক্ষা অনুষ্ঠিত

ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুই শিফটে উক্ত পরীক্ষা ভাঙ্গা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিক জানান, ভাঙ্গা উপজেলার ৩৭টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৯২০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বছর থেকে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। তখন ট্যালেন্টপুল ও সাধারণ মেধা ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট দেওয়া হয়েছিল।

বৃত্তি প্রদান

ম বরুড়া (কুমিলস্না ) প্রতিনিধি

কুমিলস্নার বরুড়ায় আবদুল মমিন চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক সানজানা নুসরাত টিউসি স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের নোয়াপাড়া মোহাম্মদ আব্দুল মমিন চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মমিন চৌধুরী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আহসানুল হক চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ প্রমুখ।

বার্ষিক মহাসম্মেলন

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ১০২তম বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়ে জনসমুদ্র সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার বাদে আসর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আলস্নামা মুহিব্বুলস্নাহ বাবুনগরী। মাদ্রাসার শিক্ষক মুফতি রহিমুলস্নাহ, হারুন আজিজী নদভী ও মুফতি ইকবাল আজিমপুরী্থর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা শেখ আহমেদ, মুফতি জসিম উদ্দিন, মাওলানা জাকারিয়া, সালাহউদ্দিন নানুপুরীসহ আরও অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকী

ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মোহনগঞ্জ কৃষক দল উপজেলা শাখা। শনিবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হতে একটি আনন্দ র?্যালি বের হয়। শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল।

শিশুদের মেধা বৃত্তি

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাজালিয়া সমিতির আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাজালিয়া সমিতির সভাপতি আকতার কামাল চৌধুরী, বান্দরবান জেলার প্রাক্তন সিভিল সার্জন ডা. মংতেঝ, সালাউদ্দিন শাহরিয়ার চৌধুরী, মাস্টার জালাল আহমদ, অ্যাডভোকেট শোয়েব আলী চৌধুরী, অ্যাডভোকেট ওসমান গনি খোকন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ, মাস্টার সিরাজুল ইসলাম, বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে